ওয়াকফ বিল নিয়ে সংসদ অধিবেশনের পর তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র পিটিআই কে দেওয়া তার বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “মূলত এটি মুসলিম সম্প্রদায়ের প্রতি একটি ভয় ধরানো বার্তা পাঠাচ্ছে যে, সতর্ক হও, আমাদের পায়ের নিচে থাকো। ওরা যে একমাত্র বার্তা দিচ্ছি তা হলো- নিজের জায়গা চিনে রাখো, আমরা তোমাকে তোমার জায়গা দেখিয়ে দেব।”
তিনি আরও বলেন, “আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সবসময়ই বিশ্বাস করে যে, একজন মুসলিমের জায়গা আমাদের পাশে। আমরা হাতে হাত ধরে এগিয়ে যেতে চাই।এই দেশে একজন মুসলিমের জায়গা আমাদের পায়ের নিচে নয়। বরং তাদের স্থান আমাদের পাশে, মাথা উঁচু করে, ধর্মনিরপেক্ষ ভারতের পথে একসঙ্গে হাঁটার।আজ এই বিল সেই ধারণাকে ধ্বংস করে দিয়েছে।”
মৈত্রর এই মন্তব্য সংসদে এবং দেশের রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করা হয়েছে বরাবরই আজ যা এই মন্তব্যের মধ্য দিয়ে আরও একবার স্পষ্ট হয়ে ওঠে।