নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন ২০ নম্বর ওয়ার্ডের মিত্রপাড়া ঘাট এলাকায় রেলের জায়গায় বসবাসকারী হতদরিদ্র মানুষদের উচ্ছেদের প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে শনিবার স্টেশন ম্যানেজার সহ একাধিক দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
তৃণমূলের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর ঊষা রায় এবং অপর তিন কাউন্সিলর আশীষ চক্রবর্তী, দেবাশীষ ঘোষ ও স্বপন আচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন INTTUC সভাপতি ভানু সাহা সহ অসংখ্য দলীয় কর্মী ও রেলের জায়গায় বসবাসকারী দরিদ্র মানুষজন।
রেল দপ্তরের বিরুদ্ধে অভিযোগ, উন্নয়নের নাম করে এই এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষদের উপর লাগাতার চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে স্টেশন ম্যানেজার বিধানচন্দ্র রায় জানিয়েছেন, অমৃত ভারত প্রকল্পের কাজের জন্য এই উচ্ছেদ প্রয়োজন। না হলে কাজের অগ্রগতি আটকে যাবে।
তৃণমূলের কাউন্সিলর স্বপন আচার্য বলেন, "চক্রান্ত ও ষড়যন্ত্র করে হতদরিদ্র মানুষদের উচ্ছেদ করাই মূল লক্ষ্য মোদী সরকারের। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং হব।"
উল্লেখ্য, উচ্ছেদ প্রক্রিয়ার বিরোধিতা করে তৃণমূলের এই পদক্ষেপ নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছে। রেল কর্তৃপক্ষের সাথে বিরোধ মেটানোর জন্য এখন কী পদক্ষেপ নেওয়া হবে, তার অপেক্ষায় রয়েছে নবদ্বীপের মিত্রপাড়া ঘাটের বাসিন্দারা।