নদিয়ার শিবনিবাস গ্রামে সরকারি পানীয় জল সরবরাহের জন্য বাড়ি বাড়ি পাইপলাইন বসানো হলেও সেই পাইপ থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে জল চাষের কাজ এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পরই কৃষ্ণগঞ্জ বিডিও, জেলার এসডিও, কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এবং পিএইচইর আধিকারিকরা সাতটি পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে অভিযান চালান।
প্রশাসনের এই আকস্মিক হানায় হাতে-নাতে ধরা পড়ে বহু অবৈধ জল সংযোগ ব্যবহারকারী। সূত্রের খবর, প্রায় চারশোর বেশি অভিযোগ জমা পড়ার পরই প্রশাসন তৎপর হয়ে এই অভিযান শুরু করে। অভিযানে দেখা যায়, নিয়মবহির্ভূতভাবে পানীয় জল সংযোগ নিয়ে কৃষি কাজ এবং অন্যান্য ব্যবসায়িক কাজে ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।