শাসক দল এবং এলাকাবাসী অভিযোগ করছেন, নদিয়ার সাধন পাড়া এক নম্বর পঞ্চায়েতের প্রধান তার আত্মীয়দের ঘর পাইয়ে দিচ্ছেন, অথচ প্রকৃত পাওয়ার অধিকারীরা নামের তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন না।
এলাকাবাসী জানাচ্ছেন, পঞ্চায়েত প্রধান, যিনি নির্দলের হয়ে প্রধান নির্বাচিত হয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন। কিন্তু এলাকার গরিব মানুষ কিংবা সাধারণ নাগরিকরা এই আবাস যোজনার আওতায় কোনও বাড়ি পাননি। অন্যদিকে, প্রধানের আত্মীয়দের নাম লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে, তাদের মধ্যে অনেকেরই পাকা বাড়ি এবং দোতলা বাড়ি রয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী বিডিও এবং জেলা শাসকের কাছে অভিযোগ করেছেন। বিডিও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
অপরদিকে, প্রধানের স্বামী রাব্বিল শেখ বলেছেন, এমন কোনও ঘটনা ঘটেনি, এবং দাবি করেছেন, যদি তা ঘটত, তবে প্রধানের নামও সেই তালিকায় থাকত। বিজেপির নদিয়া উত্তর জেলার মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার জানিয়েছেন, প্রকৃত উপকারভোগীরা যেন বঞ্চিত না হন, সেজন্য তারা বিডিও'র কাছে আবেদন করবেন। এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনা চলছে।