নদীয়ার শান্তিপুর কালনাঘাট ফেরিঘাটে ইট বোঝাই লরি ভেসেল পারাপার করার সময় দুর্ঘটনাবশত জলে পড়ে যায়। লরির ধাক্কায় জলে তলিয়ে যান এক ছানা ব্যবসায়ী, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ওই ব্যবসায়ীর পরিবার ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতা কালনাঘাট ফেরি সার্ভিস বন্ধ করে দেয়। এ ঘটনার পর শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং যাত্রীবাহী সমস্ত পরিষেবা বন্ধ করে দেয়া হয়।
শান্তিপুর ফেরিঘাটে জলে পড়ে গেল ইট বোঝাই লরি, তলিয়ে গেল এক ব্যবসায়ী
- 05 Dec, 2024 09:43 PM
- 0