মাছ খাওয়া বন্ধ হয়ে গেলে বাঙালির ভাতের থালা শূন্য হয়ে যাবে তাই বাঁচাতে হবে নদী পুকুর জলাশয় সে কথাই যেন আজ মনে করিয়ে দিল জলঙ্গি নদী সমাজ। "মাছ ছাড়া একদিন" শিরোনামে একদিনের মাছ বাজার হরতাল করল এই সংগঠন সঙ্গে যোগ দিল বিভিন্ন বাজারের মাছ ব্যবসায়ীরাও ।
জলঙ্গীর কালো জল, জেলার জলাশয় এবং মাছ বাজার গুলির পরিকাঠামো উন্নয়নের দাবিতে 'জলঙ্গি নদী সমাজ' ও নদীয়া পরিবেশ মঞ্চের সঙ্গে মাছ ব্যবসায়ীদের সংযুক্ত কর্মসূচিতে আজ শনিবার কৃষ্ণনগরে বন্ধ থাকলো গোয়াড়ী বাজার মাছের আড়ত, আমিনবাজার, শক্তিনগর পাঁচমাথা মোড় বাজাড় ও বেলডাঙা বাজার ।
এই সংযুক্ত কর্মসূচিতে সাত দফা দাবীসম্বলিত একটি দাবীসনদ পেশ করা হলো
দাবী সনদ
মৎস্য চাষী , মৎস্যজীবি এবং মৎস্যব্যবসায়ীদে র দাবী গুলি র মান্যতা
দিতে হবে :
১) মৎস্যচা ষী , মৎস্যজী বি এবং মৎস্য ব্যবসায়ীদে র রুজীরুটির
অধিকার রক্ষা সুনিশ্চি ত করতে হবে ।
২) প্রতি বছর কালো জল আসা বন্ধ করতে হবে ।
৩) প্রতি বছর নদীতে মীন ছাড়ার ব্যবস্থা করতে হবে ।
৪) মৎস্যজীবি সমবায়গুলোকে পুনরুজ্জীবিত করতে আইন শি থি ল
করতে হবে এবং ক্ষমতার বিকেন্দ্রী করণ করতে হবে ।
৫) নদী , জলাশয় ও পুকুরের ডিমার্কে শন করতে হবে ।
৬) ১০০ দিনের কাজে র প্রকল্পে র আওতায় নদী ,জলা শয়, পুকুর সং স্কা র
করতে হবে ।
৭) রাজ্য জলনীতি ও নদী আইন প্রবর্তন করতে হবে ।