আক্রান্ত হলেন নদিয়া উত্তর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বর্ষীয়ান নেতা শিবনাথ চৌধুরী। বুধবার সকালে শিবনাথ ওরফে শিবু চৌধুরী কে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আক্রমণকারী মহিলা শক্তিনগর এর দক্ষিণ শিববাড়ি এলাকার বাসিন্দা বলে বলে জানা যাচ্ছে। শিবু চৌধুরীর অভিযোগ অনুযায়ী ঐ নন্দিতা ঘোষ নামক মহিলা অন্যায্যভাবে একটি জায়গা দখল করে সেখানে ঘর নির্মাণ করেছিলেন এবং একটি সোসাইটির পত্তন করেন। পরবর্তীতে বেআইনি নির্মাণ হিসেবে এই ঘর গুলিকে ভেঙে দেয় কৃষ্ণনগর পৌরসভা। এছাড়াও বৈধ কাগজপত্র ছাড়াই সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের একটি 10 লক্ষ টাকার লোন চেয়েছিলেন মহিলা, এই লোন অনুমোদন না করাতেই নাকি প্রতিহিংসাবশত শিবু চৌধুরীর উপর চড়াও হন ওই মহিলা।