তীব্র গতিতে ছুটে চলা গাড়ির ধাক্কায় মৃত্যু হলে দুর্ঘটনা গ্রস্ত ব্যক্তির। ঘটনাটি ঘটে শনিবার রাতে বাবলা সংলগ্ন জাতীয় সড়কের উপর দুর্ঘটনার স্থল ছেড়ে পলাতক ঘাতক স্করপিও গাড়িটি। জানা গেছে মৃত ব্যক্তির নাম গণেশ মন্ডল । প্রতিবেশীরা জানান ওই ব্যক্তি ঘোড়ার গাড়িতে করে ইটভাটা থেকে টানার কাজ করতেন পৌঁছে দিতেন বিভিন্ন স্থানে ঘটনার রাত্রে রাস্তা পার হচ্ছিলেন গণেশ সেই সময় একটি স্করপিও গাড়ি দ্রুতগতিতে সজোরে ধাক্কা মারে তাকে ধাক্কা লেগে খানিকটা দূরে একটা খাদে ছিটকে পড়ে ওই ব্যক্তি প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে শান্তিপুর হাসপাতালে গেলে ক্যানিং থেকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা প্রতিবেশীদের কাছে জানা যায় পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন গণেশ বাড়ির পাশে একটি অস্থায়ী কেন দিয়েছিলেন কিছুদিন এখন তার মৃত্যুর পর পরিবারের রোজগার করার মত কেউ আর রইল না মৃত্যুর ঘটনায় ছায়া নেমে এসেছে গোটা পরিবার প্রতিবেশীদের মতে তার মৃত্যুর পরে পরিবারের এখন পথে বসার উপক্রম।
অন্যদিকে জাতীয় সড়কে প্রায়ই ঘটছে একের পর এক দুর্ঘটনা কিন্তু খোঁজ পাওয়া যাচ্ছে না ঘাতক গাড়িগুলির সিসি ক্যামেরা না থাকার কারণেই পাঠক গাড়ি গুলি ব্যাপারটা হয়ে যেতে পারছে বলে জানাচ্ছেন নাকি রবিবার মৃতদেহ উদ্ধার হওয়া মৃতদেহ রানাঘাট মর্গে পাঠানো হয়।